প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৫ , ৪:৩০:৫১ প্রিন্ট সংস্করণ
আ জা ডেক্স আন্তর্জাতিক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংবাদকর্মীদের তাঁবুতে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে দুই সাংবাদিক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও সাতজন।সূত্র:আল জাজিরার।
ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য নির্মিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক নিহত ব্যক্তিকে ইউসুফ আল-খাজানদার বলে শনাক্ত করেছে। এর আগে এই হামলায় সাংবাদিক হেলমি আল-ফাকাউয়ি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন সাংবাদিক।
আহতরা হলেন- আহমাদ মনসুর, হাসান এসলাইহ, আহমাদ আল-আগা, মোহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি ও মাহমুদ আওয়াদ।