ইসলাম ও জীবন

টানা ৪১ দিন মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ১২:৫৫:৩৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নোয়াখালী :

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় টানা ৪১ দিন মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহারপেয়েছে ২৫ শিশু।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।

মসজিদ কমিটির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, আয়োজনের সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দীন, উপজেলা জামায়াতের আমির মো. বেলায়েত হোসেন, উপজেলা হাসপাতাল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ, আয়োজনের সমন্বয়ক সাংবাদিক মো. মাসুদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন, সমাজসেবক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মো. হাবেল উদ্দিন বলেন, ‘শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন।

‘প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন। তারা কোন অন্যায় কাজে জড়াতে পারে না।

পুরস্কারপ্রাপ্ত জুনায়েদ আবু ইফাজ ও মাসুদুল হাসান বলেন, ‘৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখন মসজিদ ছাড়া নামাজ পড়তে ভাল লাগে না। শুরুতে পুরস্কার আশায় নামাজে আসলেও এখন মন থেকে মসজিদে এসে নামাজ পড়তে ইচ্ছে করে। এমন সুন্দর আয়োজনের জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই।

আরও খবর

Sponsered content