জাতীয়

বেইলি রোডের আগুনে ৪৩ জনের মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

  প্রতিনিধি ১ মার্চ ২০২৪ , ২:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ

বেইলি রোডের আগুনে ৪৩ জনের মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।

রাজধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় বহু হতাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন ‍উদ্ধারকারীরা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ধোঁয়া রয়েছে। আমরা জীবিত উদ্ধারের চেষ্টা করছি। হতাহত থাকতে পারে, সেটি নিশ্চিত নই এখনও। উদ্ধার চলছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে, আগুন লাগা ওই ভবনটি থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত ৬৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের মধ্যে ১৫ জন নারী রয়েছেন। আহত অবস্থায় অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অপরদিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে ৬ জনকে।

আরও খবর

Sponsered content