সারাদেশ

আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে…. দুলু।

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৪ , ২:৩৭:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নাটোর :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে বাংলাদেশের ফেরাউন-নমরুদ হচ্ছে শেখ হাসিনার দোসররা। তাদের ক্ষমা করা যাবে না। বাংলাদেশে তারা এত অন্যায়, জুলুম ও অত্যাচার করেছে যে, তাদের নামও কেউ মুখে মুখে নিতে চায় না।

আজ শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ সময় দুলু বলেন, ‘পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়। বাংলাদেশে উসকানি দিচ্ছে ওই স্বৈরশাসক কালো শক্তি, যাদেরকে জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্ররা উৎখাত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে। যাদের নেত্রী এখন চোরের মতো পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সদস্য আরও বলেন, ‘ওখানে বসে বাংলাদেশে হিন্দু-মসুলমান-বৌদ্ধ-খ্রিস্টান, আমরা এক সঙ্গে বসবাস করি। আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দাঙ্গা বাধানোর চেষ্টা করে স্বৈরশাসককে আবারও নিয়ে আসার চেষ্টা করছে। এটা কোনো দিন হতে দেবে না জনগণ।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে কোর্ট মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া আসনের সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামীম হোসেন।

আরও খবর

Sponsered content