অপরাধ

আখাউড়ায় খালের মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:২০:৩৩ প্রিন্ট সংস্করণ

আখাউড়ায় খালের মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে সরকারি খালের মাটি কাটার দায়ে শেখ খোকন মিয়া নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেন খোকন মিয়া। খোকন মিয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার গ্রামের হাজী শেখ সহিদ মিয়ার পুত্র।

এর আগে রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী উপজেলার বঙ্গজ স্টিল ব্রিজের কাছে অভিযান চালিয়ে জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে নদীর তীর থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভেকু দেখতে পেয়ে খোকন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে শেখ খোকন মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content