অপরাধ

আছিয়ার ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি চেয়ে রাইট টক বাংলাদেশের মানববন্ধন।

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২৫ , ১১:৩১:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

মাগুরার ৮বছরের শিশু আছিয়ার ধর্ষকের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসির দাবি জানিয়ে ” আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই” এমন অসংখ্য ধর্ষণবিরোধী নানা স্লোগান ব্যবহার করে সকল নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ।

শুক্রবার ১৪ মার্চ বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনটির সকল সদস্যরা।

মানববন্ধনে রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল আমিন এম তাওহীদ বলেন, ধর্ষক বেঁচে কিন্তু ধর্ষিতা বেঁচে নেই। আছিয়া মারা গেছে কিন্তু ধর্ষকরা বেঁচে আছে, এমন দৃশ্য তো আমরা কখনোই দেখতে চাই না। ধর্ষিতার আগে ধর্ষকের মৃত্যু দেখতে চেয়েছিলাম। শুধু আছিয়াই নয় এখন গণহারে শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এক আছিয়ার রেষ কাটতে না কাটতেই গতকাল সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব হওয়ার একমাত্র কারণ ধর্ষকের সঠিক বিচার না হওয়া এবং ফাঁসি না হওয়া। জনসম্মুখে একজন ধর্ষককে ফাঁসি দিলে পুরো দেশটাই ধর্ষণমুক্ত হতো।

দেশের রাজনৈতিক নেতাদের পকেটে আইন থাকায় বেশিরভাগ ধর্ষিতা বিচার পাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, অনেক শিশুর ধর্ষকরা মামলা তুলে নিতে ধর্ষিতার পরিবারকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। ৫২, ৭১ এবং ২৪ এ কারণে হয়নি, একটি শান্তিপ্রিয় দেশ, অপরাধমুক্ত দেশ গড়তে হয়েছিল। যারা দেশের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছেন তারা হয়তো জানেন না প্রিয় মাতৃভূমিতে ৪বছরের শিশুটি নিরাপদ নয়।
শুধু শিশুই নয়, নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী ও শিশুর প্রতি দিন দিন সহিংসতা বেড়ে চলছে। এভাবে চলতে থাকলে এদেশে নারী ও শিশুর জন্ম নেওয়াই হলো সম্ভবত অভিশাপ।

সংগঠনটির অন্যান্য সদস্যরা সকল ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দাবি করে নারী ও শিশুদের ওপর সবধরনের নির্যাতন বন্ধের আহ্বান জানান।

আরও খবর

Sponsered content

আরও খবর: অপরাধ

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন সামগ্রী আটক করেছে…বিজিবি

কথিত  সাংবাদিক রিয়াজ শশুর বাড়ির টাকা আত্মসাৎ করে হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগীদের অভিযোগ উঠেছে 

খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা

রূপগঞ্জে বয়োবৃদ্ধর চিকিৎসার ব্যয় বহন নিয়ে হাসপাতালে দু সংসারের লোকজনের মারামারি, সত্য গোপন রেখে সাংবাদিক রিয়াজের মিথ্যাচার

বিকৃত যৌনচার,ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের