প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৮:০৫ পূর্বাহ্ণ
ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৬ শত পরিবারকে ঈদ উপহার

মাহাবুবুর রহমান ভূইয়া ডেমরা,ঢাকা:
আসন্ন ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় হতদরিদ্র ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার দুপুরে হাজিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ওই ওয়ার্ড বিএনপি'র সভাপতি গোলাম সারোয়ার লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন (চেয়ারম্যান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু, রাইসুল হাসান হবি, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মো. আলমগীর হোসেন, আবুল হাসেম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক খন্দকার মিলন ও ডেমরা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুদ রানা।
প্রধান অতিথি মনির হোসেন (চেয়ারম্যান) বলেন, শহীদ রাষ্ট্রতি জিয়াউর রহমান সব সময় দেশের ব্যাপারে চিন্তিত থাকতেন। তিনি যে বাঙালি জাতির অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তান সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঘটনার পর অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বিদ্রোহ করেন জিয়াউর রহমানের নেতৃত্বে।
তিনি আরো বলেন, একমাত্র জিয়াউর রহমান নিজের দেশের রাজনীতির গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সার্ক জোট গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখাসহ আন্তর্জাতিক অঙ্গনেও তার নিজের একটা অবস্থান করে নিয়েছিলেন। বর্তমানে তারেক রহমান তার বাবার সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
আর জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার দেওয়া মিথ্যা মামলায় জেলে থেকে অসুস্থ হওয়ার পর এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
Copyright © 2025 আমাদের জাগরন. All rights reserved.