সারাদেশ

একই পরিবারের চারজনের বিরুদ্ধে ১৬টি করে মামলা, সবাই গ্রেপ্তার

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:০১:০৯ প্রিন্ট সংস্করণ

একই পরিবারের চারজনের বিরুদ্ধে ১৬টি করে মামলা, সবাই গ্রেপ্তার

রাজশাহীর একটি পরিবারের চারজনের বিরুদ্ধে ছিল ১৬টি করে মামলার গ্রেফতারি পরোয়ানা। এর মধ্যে চারটি মামলায় তাদের আদালতে সাজাও হয়েছিল। তবে পুলিশ পরিবারটির নাগাল পাচ্ছিল না। অবশেষে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে আনা হয়েছে।

তারা হলেন- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. শাহজাহান, তার স্ত্রী বনো বেগম এবং ছেলে মোমিন শেখ ও মো. মুন্না।

শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন থানায় এ পরিবারের চারজনের বিরুদ্ধেই ১৬টি করে মামলা আছে। সব মামলাতেই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। চারটি মামলায় পলাতক অবস্থায় আদালত তাদের সাজাও দিয়েছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার তুরাগে পরিবারটির অবস্থান নিশ্চিত হয়ে বুধবার দিবাগত রাতে অভিযান চালানো হয়।

তাদের গ্রেফতারের পর রাজশাহীতে আনা হয়। এরপর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরিবারটি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

আরও খবর

Sponsered content