জাতীয়

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে…প্রাথমিক ও গণশিক্ষা সচিব

  প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ৩:১১:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫’ এর ক্রীড়া ইভেন্ট আজ ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে শুরু হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫’ এর ক্রীড়া ইভেন্ট উদ্বোধন করেন।
প্রধান অতিথি ও সভাপতি জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা এবং বিশেষ অতিথি কর্তৃক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পতাকা এবং উপপরিচালকবৃন্দ কর্তৃক বিভাগীয় পত্রিকা উত্তোলন করা হয়। প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী আটটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকা দু’টি গ্রুপে ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, অংক দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ক্রিকেট বল নিক্ষেপ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
পহেলা জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫’ এ ১০০মিটার দৌড় ইভেন্টে বিজয়ী বালক-বালিকাদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোছাঃ নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সচিব বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তৃণমূল থেকে বিজয়ীরা অনন্য সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন করে জাতীয় পর্যায়ে এসেছে। প্রাথমিক অঙ্গনের শিক্ষার্থীরা তাদের এই সফলতায় অনুপ্রাণিত হবে এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করবে ও অবদান রাখবে।

আরও খবর

Sponsered content