অর্থনীতি

চলতি হিসাবের ঘাটতি ১৮ হাজার কোটি টাকায় ছাড়িয়েছে ৯ বেসরকারি বানিজ্যিক ব্যাংকের।

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৪৯:২৬ প্রিন্ট সংস্করণ

আ জা ডেস্ক :
বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ১৮ হাজার কোটি টাকায় ছাড়িয়েছে ৯ বেসরকারি বানিজ্যিক ব্যাংকের
সোমবার  ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে ৯ টি ব্যাংক হলো- ন্যাশনাল ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।

গত সপ্তাহে পাঁচটি বেসরকারী ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো অন্যান্য সবল ব্যাংক থেকে চাইলে সহায়তা নিতে পারবে। যেখানে গ্রান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোন আবেদন করেনি।

তারল্য ঘাটতি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ধরা যাচ্ছে- আলোচিত ৯টি ব্যাংকের প্রায় ১৮ হাজার কোটি টাকা তারল্য ঘাটতিতে রয়েছে। তবে এই তারল্য ঘাটতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: অর্থনীতি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার কোটি টাকা…প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি

মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড পেলেন…ইউএস-বাংলা কামরুল ইসলাম

স্থলপথে পথে বাংলাদেশ থেকে সব ধরনের তৈরি পোশাকসহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ করেছে ভারত

৭ মে পর্যন্ত প্রবাসীরা মোট ২৫ হাজার ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এম সোলায়মানসহ ১৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বিকেএমইএ’র নির্বাচনে, নিরঙ্কুশ জয় পেয়েছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স