সারাদেশ

চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর উপর হামলা

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৫৬:০১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

জমি সংক্রান্ত বিরোধের জেরে সোনারগাঁয়ে আত্মীয়দের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর

শনিবার  ২২ ফেব্রুয়ারি দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দিতির মেয়ে লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভে এসে এ অভিযোগ তোলেন। লাইভে কিছু লোকজনকে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। অভিযোগ তোলা হয় জমি সংক্রান্ত বিরোধের জেরে লামিয়ার উপর এই হামলা করা হয়েছে। তবে পাল্টা গণমাধ্যমে পাল্টা অভিযোগ করেন লামিয়ার ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি।

গণমাধ্যমে প্রীতি বলেন, ‘আমার স্বামী মারা গেছে ৯ বছর। আমার স্বামীর নামে ৩৮ শতাংশ জমি আছে। আমি আমার দুই সন্তানকে নিয়ে বসবাস করি। আমার একটা ছেলে অটিস্টিক। আমার স্বামীর জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার উপর হামলা চালায়।’

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘ঘরোয়া ঝামলো নিয়ে আজ তাদের মধ্যে একটি সালিশি বসেছিলো। মামাদের সাথে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এই ঘটনায় লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। লামিয়া এই ঘটনার পরপরই ঢাকায় চলে গেছেন।

আরও খবর

Sponsered content