প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ১২:৪১:১১ প্রিন্ট সংস্করণ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় এক কুয়েত প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হাবিবুর রহমান (২২) নামে গ্রেফতার এক যুবককে সোমবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২ মার্চ) দিনগত গভীর রাতে দক্ষিণ টেংরা লালশাহ মাজার সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। হাবিবুর ওই এলাকার সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলমগীরের ছেলে। দীর্ঘ দিন ধরে লম্পট হাবিবুর ওই নারীকে নানা কু-প্রস্তাব দিয়ে ইদানিং নিয়ন্ত্রণহীন বিরক্ত করে আসছিলো। আর নিরাপত্তাহীনতায় ভুগে এ বিষয়ে গত রোববার (২ মার্চ) রাতে ভুক্তভোগী ওই নারী হাবিবুরের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করে।
ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে কাপড় পরিবর্তন করার সময় হাবিবুর ভুক্তভোগীর ছোট বোনের নগ্ন ভিডিও ধারণ করে মেয়েটিকে ব্ল্যাকমেইল করে আসছিলো। এ ঘটনায় হাবিবুরের পরিবারের কাছে বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীকেও ছোট বোনের ভিডিও ভাইরাল করার ভয় দেখায় ওই লম্পট। এছাড়াও প্রতিনিয়ত ওই নারীর বাসার সামনে ওঁৎ পেতে থাকে ধর্ষণের জন্য। ওই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি দুপুরে একা ঘরে ঘুমানোর সময় হঠাৎ হাবিবুর প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে পালিয়ে যায় ওই লম্পট। ভয়ে ওই নারী পিত্রালয়ে চলে যায়। এ ঘটনায় বাঁধা দিলে মহিলার দেবরকেও মারতে যায় হাবিবুর।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রবাসীর স্ত্রী ও শালী এক সঙ্গে থাকেন। নিরাপত্তহীনতায় ভুগে ওই নারী থানায় মামলা করলে হাবিবুরকে গ্রেফতার করা হয়।