আন্তজার্তিক

জেলে বসেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন ইমরান খান

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:১২:২৬ প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের জাতীয় নির্বাচনের পরে চমক চলছেই। এবার কারাগারে বসেই দেশের একটি প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম সুপারিশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আলি আমিন খান গান্ডাপুর নাম সুপারিশ করেছেন তিনি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার নাম ঘোষণা করেন ইমরান খান। খবর জিও নিউজের।

এবারের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক নির্বাচনে সরকার গঠনের মতো সর্বোচ্চ ৮৪টি আসন পেয়েছে পিটিআই। এরপরই এই প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে দল ও দলের বাইরে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়। এমন পরিস্থিতিতে সব কিছুর অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আলি আমিনের নাম ঘোষণা করলেন দলের কর্ণধার ইমরান খান।

আদিয়ালা কারাগারে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেন, ‘খাইবার পাখতুনখোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আলি আমিন।’ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান।

আরও খবর

Sponsered content