জাতীয়

টিসিবির উপকারভোগী নির্ধারণ পদ্ধতি জানতে চায় সংসদীয় কমিটি

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৪ , ৬:৩০:৪৭ প্রিন্ট সংস্করণ

দেশের এক কোটি উপকারভোগীর কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ উপকারভোগীদের কীভাবে নির্বাচন করা হয়েছে তা জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তারা এ বিষয়ে একটি হালনাগাদ তালিকা তৈরি করে তা কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এ সময় সদস্য আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাটোয়ারি, আনোয়ারুল আশরাফ খান ও নাজমা আক্তার উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতি ইউনিয়নে যাতে টিসিবির ডিলার থাকে এমন সুপারিশ করা হয়। এছাড়া টিসিবির কার্যক্রম জোরদার করার পাশাপাশি দ্রুত টিসিবির স্মার্ট কার্ড চালুর কথা বলা হয়েছে। একজনের পণ্য আরেকজন যাতে নিতে না পারে সেজন্য চেহারা শনাক্ত করার পদ্ধতি রাখার কথা বলেছে কমিটি। বৈঠকে টিসিবির কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপন করা হয়।

আরও খবর

Sponsered content