
মাহাবুবুর রহমান ভূইয়া,ডেমরা,ঢাকা :
রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে গ্রেফতার মাদকসম্রাট মো. আনিসুর রহমান ওরফে মাইচ্ছা আনিসকে (৪৫) বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দিবাগত রাতে পশ্চিম হাজিনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ২০২ পিস ইয়া বড়ি উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ৬০ হাজার ৬০০ টাকা। মাইচ্ছা আনিস কুমিল্লার মুরাদনগর থানার কড়িবাড়ী গ্রামের বাসিন্দা ও ডেমরার পশ্চিম হাজিনগরের আল্লাহর বাড়ির ভাড়াটিয়া মৃত সফর আলীর ছেলে। এ বিষয়ে বুধবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় আনিসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ডেমরা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার এসআই মো. রহিম বলেন, মাইচ্ছা আনিস দীর্ঘদিন ধরে ডেমরা থানা এলাকায় ইয়াবা, মদ, বিয়ার ও গাঁজা সব বিভিন্ন প্রকার মাদক সরবরাহ বিক্রি করে আসছিল। ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।