সারাদেশ

ডেমরায় জামায়াতে ইসলামীর ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান 

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৪৪:২৩ প্রিন্ট সংস্করণ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী  হাজীনগর হাজী মোয়াজ্জেম স্কুল এর সামনে এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়। এ সময় ডা. দিদারুল ইসলাম এমবিবিএস, এফআরসিএস ( মেডিসিন)  এবং ডা. হাবিবা আফরোজ এমবিবিএস (গাইনি) এর মাধ্যমে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর সারুলিয়ার হাজীনগর হাজী মোয়াজ্জেম স্কুলের সামনে ডেমরা থানা জামায়াতের উদ্যোগে মেডিকেল টিম দিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপিং, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নির্ধারন এ ছাড়া মানব দেহের বিভিন্ন রোগ সম্পর্কে চেকআপ করে প্রাথমিক চিকিৎসা শেষে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে ।  এ ছাড়া রোগীদের বিভিন্ন পরামর্শ প্রদান সহ মহিলাদের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থাপত্র প্রদান করেন।

এ বিষয়ে ডেমরা থানা জামায়েতের আমীর মোহাম্মদ আলী বলেন,  একজন মানুষ একবার ডায়েবেটিস পরিক্ষা করতে কমপক্ষে ৩০ টাকা লাগে এবং রক্তের গ্রুপ নির্ধারন করতে দেড় শত টাকা লাগে যা আমরা একদম ফ্রি করছি । বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে। তারই ধারাবাহিকতায় আমরা এ চিকিৎসা সেবা কার্যক্রম  চালাচ্ছি এবং সাথে সাথে প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করছি। আর ডেমরা থানার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। এতে করে নিন্ম আয়ের সাধারণ খেটে খাওয়া মানুষদের অনেক উপকার হবে।

আরও খবর

Sponsered content