প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ৩:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় দস্যুতার প্রস্তুতির সময় পুলিশের ছিনতাই প্রতিরোধ টিমের অভিযানে গ্রেফতার ৩ ছিনতাইকারীকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দিবাগত রাতে ডেমরা-চনপাড়া ব্রীজ সংলগ্ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২ টি স্টিলের বড় চাকু ও গামছা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকার মোল্লার বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের ছেলে মো. রাজিব হোসেন (২০), ডেমরার মালা মার্কেট ঈদগাঁ সংলগ্ন এলাকার মৃত মুনছুর আলীর ছেলে আল আমিন (২০) ও ডেমরার পূর্ব বক্সনগর জমজম হোটেল সংলগ্ন ইয়াকুবের বাড়ির ভাড়াটিয়া আজিজুর রহমানের ছেলে ইয়াছিন রহমান স্বাধীন (২২)। এ বিষয়ে সোমবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরের পরম মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রেফতাররা গত ৫ আগস্টের পর প্রতিনিয়ত ডেমরা ও আশাপাশের থানা এলাকায় ছিনতাই করে আসছিল। বর্তমানে ডেমরা থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে টহল ডিউটি ও দস্যুতা-ছিনতাই প্রতিরোধ টিমের দায়িত্ব জোরদার করা হয়েছে। তাই কোন ছিনতাইকারি বা দস্যুতা সৃষ্টিকারীদের অবস্থান ডেমরায় হবেনা।