মাহবুবুর রহমান ভূইয়া:
ডেমরা ঢাকা: আগামির রাষ্ট্র নায়ক তারেক রহমানের রাজনৈতিক দক্ষতায় বিএনপি’র সঙ্গে দেশের সকল জনগণ সম্পৃক্ত হবেন বলে বক্তব্যে বলেছেন ডেমরা থানা বিএনপি’র নেতৃবৃন্দরা। এছাড়া জনগণের ভোটের অধিকারও নিশ্চিত করবেন তারেক রহমান। শুক্রবার বিকালে রাজধনীর ডেমরার পাইটি ইউনিট বিএিনপির অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পাইটি ইউনিট বিএনপির সভাপতি মো. জসিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপি’র সভাপতি পদপ্রার্থী এস.এম রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই থানা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। এদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবীর সার্বিক তত্বাবধানে রাজধানীর ডেমরায় ৭ টি ইউনিট বিএনপির পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে এস এম রেজা চৌধুরী সেলিম ও মো. আনিসুজ্জামান বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। একটা সময় মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার ইচ্ছা ছেড়ে দিয়েছিল। মানুষের কোন মূল্যায়ন ছিলনা। অথচ জনগনই হচ্ছে ভোটের মালিক যা তারা ভুলে গিয়েছিল। তাই দীর্ঘ ১৭ বছর পর ইউনিট পর্যায়ে ইফতার মাহফিল ও নানা কর্মসূচী সৃষ্টির মাধ্যমে তারেক রহমান নেতৃবৃন্দদের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। এতে তারেক রহমান আবারও প্রমান করেছেন সাধারণ জনগনের চেয়ে বড় কেউ নয়।
তারা আরও বলেন, তারেক রহমান চান জবাবদিহীতামূলক নির্বাচন। অথচ আওয়ামী লীগের আমলে গণতন্ত্রের মৃত্যু ঘটানো হয়েছিল জনগণের ভোটের অধিকার ধ্বংস করে।
আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী দ্বারা জুলুম, হত্যা, নির্যাতন, ধর্ষন ও নানা সন্ত্রাসী কার্যকলাপের শিকার হয়েছে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন কর্তৃক গুলি করে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন, ডেমরা থানা বিএনপি নেতা মো. মনির হোসেন খান, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ভূঁইয়া, ডেমরা থানার যুব নেতা মোঃ প্রকাশ হক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।