অপরাধ

ডেমরায় সীমানা নিয়ে বিরোধ: অবৈধভাবে জমি দখল করতে গিয়ে ভাবিকে বেধড়ক মারধর করলো দেবর 

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:১৭:৩০ প্রিন্ট সংস্করণ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় সীমানা নিয়ে বিরোধের জেরে অবৈধভাবে জমি দখল করতে গিয়ে আপন ভাবিকে বেধড়ক মারধর করেছে রাকিবুল ইসলাম লালু (৫৬) নামে পাষণ্ড দেবর। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বামৈল মধ্যপাড়া এলাকায় মো. সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশ আসার সময় কৌশলে পালিয়ে যায় লালু।
 এ সময় গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ভুক্তভোগী ৫২ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে বামৈল মধ্যপাড়া এলাকার মৃত কুদ্দুসের ছেলে রাকিবুল ইসলাম লালু ও সিরাজুল ইসলামের মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ আগে সামাজিকভাবে পঞ্চায়েতের লোকজন সমাধান দিলেও তা মানেনি লালু। এদিকে বৃহস্পতিবার  ওই পাষণ্ড সামাজিক রায়কে উপেক্ষা নিজের ইচ্ছামতো  বাঁশ গেঁড়ে  বেশি জমি দখল করে সীমানা নির্ধারণ করছিলেন। এ সময়  বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে লালু  তার বড় ভাইয়ের স্ত্রীকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত যখম করেন। এক পর্যায়ে লালু তার ভাবির শ্লীলতাহানি করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী জানান, আমার ৩ টি মেয়ে, ছেলে নেই বলে সারা বছর লালু আমাদের নির্যাতন করে, গালমন্দ করা তো তার অভ্যাস। সে তার মা-বোনকেও মারধর সহ গালাগালি করে। আমাদের দুর্বল পেয়ে সে বেশি জায়গা নিতে বল প্রয়োগ করছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বড় ভাইয়ের স্ত্রী দেবরের মাধ্যমে মারধরের শিকার হয়েছেন এমন খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: অপরাধ

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন সামগ্রী আটক করেছে…বিজিবি

কথিত  সাংবাদিক রিয়াজ শশুর বাড়ির টাকা আত্মসাৎ করে হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগীদের অভিযোগ উঠেছে 

খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা

রূপগঞ্জে বয়োবৃদ্ধর চিকিৎসার ব্যয় বহন নিয়ে হাসপাতালে দু সংসারের লোকজনের মারামারি, সত্য গোপন রেখে সাংবাদিক রিয়াজের মিথ্যাচার

বিকৃত যৌনচার,ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের