জাতীয়

ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক খুলে নিয়ে আসে।

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৫ , ১২:২০:১৮ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসে।সংঘর্ষ থামাতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রথমে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসে। তবে ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷

0Shares

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে…স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডি লিট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস

শাহরিয়া আলম হত্যার বিচারের দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরের পদত্যাগ দাবিতে মাঠে…ছাত্রদল

করিডর ও চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা কোন রাষ্ট্রের প্রক্সি হতে চাই না…স্টুডেন্টস ফর সভরেন্টি

শিশুকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে শত শত মানুষের মনের কোঠায় শিক্ষকগণ থাকতে পারেন…প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে…আইইবি