আন্তজার্তিক

দিল্লী ঈদগাহে আসা মুসল্লিদের ওপর ফুল বর্ষণ করছেন হিন্দু-মুসলিম ঐক্য পরিষদ

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৫ , ৭:৩০:২৪ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স আন্তর্জাতিক:

বাংলাদেশ-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশটিতে সংখ্যালঘু মুসলমানদের নির্বিঘ্নে এই উৎসব করার জন্য অন্যান্য স্থানের মতো রাজস্থানেও কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করা হয়। সেখানে এবছর দেখা গেলো ব্যতিক্রম এক দৃশ্য।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজস্থানের জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে হাজার হাজার মুসলিম জড়ো হন। তারা সেখানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় গেরুয়া পোশাক পরা কিছু লোক ঈদগাহে আসা মুসল্লিদের ওপর ফুল বর্ষণ করতে দেখা যায়

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় হিন্দু মুসলিম ঐক্য কমিটি এই আয়োজন করে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তাসংস্থা এএনআই। এতে দেখা গেছে, কাঁধে গেরুয়া কুর্তা পরিহিত ব্যক্তিরা মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করছেন।

আরও খবর

Sponsered content