
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ১১ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় দুই অসহায় ব্যক্তিকে দুইটি রিক্সা ভ্যান, পাঁচ নারীকে পাঁচটি সেলাই মেশিন ও একজনকে হুইল চেয়ার দেওয়া হয়
শুক্রবার বিকালে স্টাফ কোয়ার্টার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ডেমরা ভলেন্টিয়ার্সের তত্ত্বাবধানে বি এইচ এস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও আব্দুল খালেক ফাউন্ডেশনের সহযোগীতায় এ বিতরণ কর্মসূচি করা হয়। এ সময় আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেমরা ভলেন্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান,সদস্য ইলিয়াস আহমেদ, মোঃ ফখর উদ্দিনসহ অনেকে।