অর্থনীতি

দুর্বল ৪ ব্যাংককে ৯৪৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে: বাংলাদেশ ব্যাংক

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৫:৫৭:১৬ প্রিন্ট সংস্করণ

আ জা ডেস্ক :

দুর্বল ৪ ব্যাংককে ৯৪৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে সবল ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকসূত্রে এ তথ্য জানা গেছে। তারল্য সহায়তা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৩০০ কোটি টাকা। যা দিয়েছে সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ্ বাংলা ব্যাংক। প্রায় একই পরিমাণের তারল্য সহায়তা পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। ইসলামী ধারার এ ব্যাংকটিকে সহায়তা দিয়েছে সিটি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

ন্যাশনাল ব্যাংক তারল্য সহায়তা নিয়েছে সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিলো, সবল ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের টাকা দুর্বল ব্যাংকগুলো দিতে ব্যর্থ হলে, সেই টাকা ৩ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক ফেরত দেবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা যায়, কোনো ব্যাংক ঋণ দেওয়ার জন্য কোনো টাকা নিতে পারবে না। কোন ব্যাংককে কত টাকার তারল্য–সহায়তা দেওয়া হবে, সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারিত হবে।

বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মানে হলো, কোনো কারণে কোনো ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা দেবে। আপাতত কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করছে। অর্থাৎ বাজারের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে। ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি প্রভাব পড়বে না।

আরও খবর

Sponsered content

আরও খবর: অর্থনীতি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার কোটি টাকা…প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি

মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড পেলেন…ইউএস-বাংলা কামরুল ইসলাম

স্থলপথে পথে বাংলাদেশ থেকে সব ধরনের তৈরি পোশাকসহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ করেছে ভারত

৭ মে পর্যন্ত প্রবাসীরা মোট ২৫ হাজার ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এম সোলায়মানসহ ১৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বিকেএমইএ’র নির্বাচনে, নিরঙ্কুশ জয় পেয়েছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স