নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী :

শারদীয় দূর্গা পূজার ৪ দিনের ছুটি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যট। বৃহস্পতিবার বিকাল থেকেই কুয়াকাটা সৈকতে পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছে। অনেকে আবার ঘুরছে ঘোড়ার গাড়ি,মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে। আবার কেউ কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছে সমুদ্রের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। দীর্ঘ প্রায় তিন মাস পর পর্যটকের এমন বাড়তি উপস্থিতিতে অনেকটা উচ্ছসিত ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল।
বরিশাল থেকে ঘুরতে আসা পর্যটক বায়েজিদ আহসান বলেন, কুয়াকাটা আমার কাছে সবসময় ভালো লাগে, তাই প্রতিবারের মতো এবারও ঘুরতে এসেছি। এক কথায় কুয়াকাটা অসাধারণ।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক নয়ন বলেন, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কুয়াকাটা থেকে। এজন্য আমরা কুয়াকাটা ঘুরতে আসলাম।
খেপুপাড়া হোটেলের স্বত্বাধিকারী মো. রহুল আমিন মৃধা বলেন, পূজার ছুটিকে কেন্দ্র করে আমাদের হোটেল গুলো অগ্রিম বুকিং হয়েছে। আশা করি এখন থেকে আমাদের ব্যবসা ভালো যাবে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক) ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে এবারে পর্যটকদের আগমন বেশি। হোটেল মোটেলগুলো অগ্রিম বুকিং হয়েছে, দোকানিরা পসরা সাজিয়ে বসেছে বেশি বিক্রির আশায়। আশাকরি পূর্বের ক্ষতি কাটিয়ে ব্যবসায়ীরা এবারে লাভের মুখ দেখবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রয়েছে।পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।।