জাতীয়

দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে…জাইকা

  প্রতিনিধি ৮ মে ২০২৫ , ২:৩৯:১৭ প্রিন্ট সংস্করণ

দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।শিগগিরই এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করা হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর সঙ্গে উচ্চশিক্ষা বিষয়ে দ্বিপক্ষীয় সভায় জাইকা এ আগ্রহ প্রকাশ করে। আজ বৃহস্পতিবার ইউজিসি’তে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের অধীনে মানসম্পন্ন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী তৈরি, শিক্ষার্থীদের গবেষণামুখী এবং উদ্ভাবন ও কর্মদক্ষতা বৃদ্ধি করা হবে। এ বিষয়ে জাইকার টেকনিক্যাল এডুকেশন অ্যাডভাইজার টিমের প্রধান সারেই মোতো বলেন, বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষায় দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে। এছাড়া উচ্চতর গবেষণায় আধুনিক সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত একটি প্রকল্প গ্রহণ করা হবে এবং এর লক্ষ্য নির্ধারণ করা হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগিতা ও যৌথ ডিগ্রি প্রদানে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে বলে তিনি জানান।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ দেশের উচ্চশিক্ষা সহযোগিতায় জাইকার এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার পোস্ট গ্র্যাজুয়েট স্তরে বিশেষ প্রণোদনা দেয়ার সুযোগ কম। তাই শিক্ষার্থীরা পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করতে উৎসাহ বোধ করে না। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা পোস্ট গ্র্যাজুয়েট করতে আগ্রহী হবে বলে তিনি মনে করেন।

প্রফেসর ফায়েজ আরও বলেন, বিশ্বে জাপানের বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। জাপান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশের তরুণরা অর্থনীতিতে ভালো ভূমিকা পালন করছে। তিনি দেশের তরুণ প্রজন্মের জন্য জাপানে বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং বৃত্তি ও ফেলোশিপের নতুন ক্ষেত্র খুঁজে বের করার আহ্বান জানান।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সারেই মোতো চার-সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।সূত্র :বাসস

আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫বর্ষ উদযাপন।।পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়…পরিবেশ উপদেষ্টা

দেশীয় সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করাসহ ৩ দফা দাবি জানিয়েছে বিসিএমইএ

কুয়াকাটাসহ বরিশাল বিভাগে পরিচ্ছন্নতা অভিযান প্লাস্টিক বর্জ্য অপসারণ সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত

মধ্যপ্রাচ্যে ভাষা না জানার কারণে আমাদের জনশক্তির অপচয় হচ্ছে বলেন : এসডিএফ ড.আব্দুল মজিদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব ফ্রিজ

Sponsered content