আন্তজার্তিক

নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৪:২৫:৫৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করা হয়।

এতে বলা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে সন্ত্রাসীরা একাধিক হামলা হতে পারে।

ভ্রমণ সতর্কতায় পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অতি জরুরী প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে মনে রাখতে হবে, এখান থেকে নিয়মিত সহিংসতা ও অন্যান্য অপরাধের খবর আসছে, বিশেষ করে দুর্গম এলাকাগুলো থেকে।’

এছাড়াও, ভ্রমণ সতর্কতায় ব্রিটিশ নাগরিকদের জনবহুল স্থান, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘ইসলামের সঙ্গে সামঞ্জস্য নয়, কিছু দলের এমন মনে হলে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।’

সতর্কতায় বলা হয়েছে, ‘মাঝেমধ্যে ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। প্রধান প্রধান শহরগুলোতে এসব হামলায় বিস্ফোরক (আইইডি) ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত এসব হামলা মোকাবিলায় কাজ করে যাচ্ছে। স্বল্প সময়ের নোটিশে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

আরও খবর

Sponsered content