প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
নাট্য সংগঠনের ১৬ জন তরুণ নাট্যকর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা’প্রদান করা হবে

মহসিন শামিম :
মঞ্চনাটকে তরুণ নাট্যকর্মীদের উৎসাহ দিতে বিগত তিন বছরের ধারাবাহিকতায় এবারও প্রদান করা হবে এথিক তারুণ্য সম্মাননা। এথিকের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দেশের বিভিন্ন জেলা শহর থেকে নাট্য সংগঠনের ১৬ জন তরুণ নাট্যকর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা’-২০২৫ প্রদান করা হবে।
১১ জানুয়ারি বিকালে বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এবারের পুরস্কার প্রদান করা হবে। নাট্যজন মামুনুর রশীদ, লাকী ইনাম, তারিক আনাম খান, আফজাল হোসেন এবং আজাদ আবুল কালাম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শেষ পর্বে এথিকের জনপ্রিয় নাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চস্থ হবে। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।
Copyright © 2025 আমাদের জাগরন. All rights reserved.