সারাদেশ

নারায়ণগঞ্জ আদালতের ভারপ্রাপ্ত পিপির দায়িত্বে এড: নয়ন

  প্রতিনিধি ২৩ মে ২০২৫ , ৬:২৩:৩৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাড: একেএম ওমর ফারুক নয়ন।

বৃহস্পতিবার ২২মে থেকে তিনি এই দায়িত্ব পালন করে যাবেন।আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড: আবুল কালাম আজাদ ও এবং তার স্ত্রী অ্যাড: মাকছুদা আক্তার রুমী পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য মক্কায় গমন করবেন। অ্যাড: আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাড: একেএম ওমর ফারুক নয়ন দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অ্যাড: একেএম ওমর ফারুক নয়ন বলেন, আমাদের বিজ্ঞ পিপি স্বস্ত্রীক পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য বৃহস্পতিবার ২২ মে সৌদি আরব যাত্রা করবেন।

তার অনুপস্থিতিতে আমি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করবো। আমি সকলের কাছে দোয়া চাই। আমি যেন যতদিন দায়িত্ব পালন করি ততদিন বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারি। একই সাথে আমাদের পিপি এবং উনার স্ত্রীর জন্য দোয়া চাই। উনারা যেন হজ্ব পালন শেষে নিরাপদে দেশে এসে পৌঁছাতে পারেন।

আরও খবর

Sponsered content