জাতীয়

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেফতার

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৩:৪৩:২৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।
গ্রেফতারের পর গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

আরও খবর

Sponsered content