প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ
‘নিউ জেএমবি’র দুই সদস্য গ্রেফতার, বাড়ির ভেতর ‘বিপুল পরিমাণ বিস্ফোরক’

রাজধানীর শাহ আলী এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা নিউ জেএমবি’র সদস্য বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানী শাহ আলী এলাকায় একটি বাসায় অভিযান চালায় সিটিটিসি। বাসার ভেতর বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেখান থেকে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করেছে সিটিটিসি। বোম্ব ডিসপোজাল ইউনিট এসবি বিস্ফোরক নিষ্ক্রিয় ও জব্দ করার চেষ্টা করছে।
তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এখনও সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
Copyright © 2025 আমাদের জাগরন. All rights reserved.