আন্তজার্তিক

পাকিস্তানবিরোধী অভিযোগের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

  প্রতিনিধি ২ মে ২০২৫ , ১২:৩৩:০০ প্রিন্ট সংস্করণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত সরকারের পাকিস্তানবিরোধী অভিযোগের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়।

বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সংখ্যালঘু সদস্য ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সঞ্জয় কুমারের নেতৃত্বে গত বুধবার (৩০ এপ্রিল) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম দ্যা ডনের।

বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কোয়েটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে জড়ো হন।

তারা পহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন এবং এটাকে ভারতের একটা সাজানো নাটক বলে উল্লেখ করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

ভারত যদি কোনও আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানের এক কোটিরও বেশি হিন্দু সামরিক বাহিনীর পাশে দাঁড়াবে।

বেশ কয়েকজন নারীসহ অন্য বক্তারা ভারত সরকারের বক্তব্য ও পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তারা সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেন।

বিক্ষোভকারীরা বলেছেন, ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তি একতরফাভাবে স্থগিত করার অধিকার ভারতের নেই। বক্তৃতা শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ কর্মসূচি।

আরও খবর

Sponsered content