রাজনীতি

পিটার হাসের সঙ্গে কী কথা হলো মঈন খানের?

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৫২:০৮ প্রিন্ট সংস্করণ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।

সেখানে লেখা হয়, ‘বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আব্দুল মঈন খান, এ তথ্য সঠিক। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সেটি আমি জানি না।’

বিএনপি সূত্রে জানা গেছে, দ্বাদশ নির্বাচনপরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী দলের ওপর সরকারের নির্যাতন আলোচনায় আসে। এ ছাড়া বিএনপি যে বর্তমান সংসদ বাতিল এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটাও তুলে ধরা হয়।

আরও খবর

Sponsered content