আন্তজার্তিক

খোরশেদ আলম খাস্তগীর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৩৩:৩৫ প্রিন্ট সংস্করণ

আ জা ডেস্ক :
পেশাদার কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার।তি‌নি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনের স্থলাভিষিক্ত হ‌বেন।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা খোরশেদ আলম খাস্তগীর বর্তমানে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। কূটনীতিক খোরশেদ খাস্তগীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ এবং আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন ক‌রে‌ছেন। তি‌নি নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশ‌নে প্রথম স‌চিব এবং ওমা‌নের মাস্কাটের বাংলাদেশ মিশ‌নে চার্জ ডি অ্যাফেয়ার্স ছি‌লেন।খোরশেদ খাস্তগীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থে‌কে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন ক‌রে‌ছেন।

আরও খবর

Sponsered content