মাহবুবুর রহমান ভূইয়া,ডেমরা,ঢাকা:
ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপসচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেছেন রাজধানীর ডেমরায় প্রকৃত শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী হাজী মোয়াজ্জেম আদর্শ উচ্চ বিদ্যালয়। গভর্নিংবডি ও শিক্ষক-শিক্ষীকাসহ বিদ্যালয় সংশ্লিষ্টদের কঠোর ও আন্তরিক পরিশ্রমে মাধ্যমিক পর্যায়ে এ বিদ্যাপিঠ থেকে প্রতিবছর ভাল ফলাফল অর্জন করে চলেছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে প্রকৌশল বিভাগ ও প্রশাসনের উচ্চ পদস্ত পদসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ন পর্যায়ে ভাল ভাল অবস্থানে রয়েছেন এ বিদ্যালয় থেকে পাশ করা মেধাবি শিক্ষার্থীরা। রোববার বিকালে হাজীনগরে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বার্ষিক ক্রীড়া পুরাস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বর্তমানে বিদ্যালয়টির সভাপতি। এতে সভাপতিত্ব করেন অত্র বিদালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) জনাবা নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডেমরা শিক্ষা থানার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশীদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-সহযোগী অধ্যাপক এবং পরিচালক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্র) কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, (উত্তরা-ঢাকা) ইঞ্জিনিয়ার মো. আলমগীর ভূঁইয়া, অত্র বিদ্যালয়ের গভর্নিংবডির সাবেক সভাপতি মো. জাবেদ আহম্মেদ ও সম্মানিত আজীবন দাতাবৃন্দ। এদিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বরেন্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।