খেলাধুলা

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের মাইলফলক

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ২:৫৮:৪১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 

ওয়ানডে ক্রিকেটে ২৫০টি ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। এ ম্যাচের আগে ২৪৯ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৭ হাজার ১৮৮ রান করেছেন তিনি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরেই আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি ২৪১ ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৩১৩ রান করেন। 

২৩৪টি ওয়ানডে খেলে তৃতীয়স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারে ব্যাট হাতে ৯টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ১৭২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৩০২ উইকেট।