রাজনীতি

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ১২:৫১:৪৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশকে শক্তিহীন, দুর্বল ও নতজানু ভাবার কোন অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা।

বুধবার (৪ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠ শেষে সংবাদ মাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানিয়েছেন।

আসিফ নজরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলেরর নেতারা ভারতের সঙ্গে গত ১৫ বছরে যত চুক্তি হয়েছে, তার প্রকাশের দাবি জানিয়েছেন। পাশাপাশি, রামপালসহ যত ক্ষতিকারক চুক্তি হয়েছে, তা বাতিলেরও দাবি জানিয়েছেন তারা।’

তিনি আরও বলেন, ‘সংলাপে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যবাদ, অভ্যন্তরীণ ও রাজনৈতিক বিষয়ে নাক গলানোর চেষ্টার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি, ভারতকে বাংলাদেশের সঙ্গে মর্যাদাশীল ও সৎ প্রতিবেশীসুলভ আচরণের আহ্বান জানিয়েছেন তারা।’

আইন উপদেষ্টা বলেন, ‘ভারতের বাংলাদেশবিরোধী প্রচারণা ও সাম্প্রদায়িক উসকানি মোকাবিলায় সব সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ অবস্থার প্রশংসা করেছেন রাজনৈতিক নেতারা। এমন পরিস্থিতিতে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।’

আরও খবর

Sponsered content