আন্তজার্তিক

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : মুখোমুখি দেখায় কার কতটি জয়

  প্রতিনিধি ৬ মে ২০২৪ , ৭:০৬:০০ প্রিন্ট সংস্করণ


ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টায় খেলতে নামবে দুদল। তার আগে চলুন দেখে নেয়া যাক, মুখোমুখি দেখায় কার জয় কতটি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ২০টি ম্যাচে, নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগাররা সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলেছে।

জিম্বাবুয়ে ও বাংলাদেশ ৭টি দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে লাল সবুজের প্রতিনিধিরা জিতেছে ৩ বার, জিম্বাবুয়ে ১ বার। ৩টি সিরিজ ড্র হয়েছে।

টি-টোয়েন্টিতে জয়ের হিসাবে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ২০ ম্যাচের মধ্যে ১৩টিতেই টাইগারদের পক্ষে গেছে শেষ হাসি। জিম্বাবুয়ে জিতেছে বাকি ৭ ম্যাচে। প্রসঙ্গত, জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের বিপক্ষে বাংলাদেশের দশ-ছোঁয়া জয় নেই

আরও খবর

Sponsered content