রাজনীতি

বিএনপি নেতারা সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরাকে তার স্ত্রীসহ আটক করে দিয়েছে পুলিশে

  প্রতিনিধি ২৭ মে ২০২৫ , ৬:৪৭:২৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক শেরপুর:

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরাকে তার স্ত্রীসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে শেরপুর স@দর সাব-রেজিস্টার অফিস তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিকাল সাড়ে ৫টার দিকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

তিনি শেরপুর ভূমি অফিসে জমির দলিল করতে এলে স্থানীয়রা তাকে দীর্ঘক্ষণ আটক করে রাখে। পরে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকে।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার নিরাপত্তার জন্য তাকে থানায় আনা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাব-রেজিস্টার কার্যালয়ে আসেন। এ সময় খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে তাকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তারা। পরে পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন।

এ ব্যাপারে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু বলেন, তিনি জমি বিক্রি করতে সাব-রেজিস্টার অফিসে এসেছেন। ওই সময় তার স্ত্রী ও গাড়িসহ গাড়ির চালকও ছিলেন। পরে ওনাকে আমরা থানায় দিয়েছি। আমরা তার বিচার চাই।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরার বাড়ি জামালপুর জেলায়। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। আইনগত ব্যবস্থা চলমান আছে। পরে বিস্তারিত জানাতে পারব।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।

আরও খবর

Sponsered content