অর্থনীতি

বিকেএমইএ’র নির্বাচনে, নিরঙ্কুশ জয় পেয়েছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স

  প্রতিনিধি ১০ মে ২০২৫ , ১১:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ ও ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বিকেএমইএ’র নির্বাচনে, নিরঙ্কুশ জয় পেয়েছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্ প্যানেল। মোট ৫৭২ জন ভোটারের মধ্যে ৪৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের ৭৫.৩৫ শতাংশ। এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদের সবগুলোতেই প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে, যা বিকেএমইএ’র ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। দীর্ঘ বিরতির পর এমন প্রাণবন্ত পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৩৫টি পরিচালক পদের জন্য মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্সের ৩৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৩ জন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর, প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্সের কর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উল্লাস দেখা যায়। দীর্ঘদিনের সেবা ও কর্মের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ হাতেম ও তার প্যানেলের প্রতি ভোটারদের এই আস্থা আগামীতে বিকেএমইএ-কে আরও গতিশীল ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর মোহাম্মদ হাতেম বলেন, “এই জয় বিকেএমইএ’র সদস্যদের প্রতি আমার এবং আমার প্যানেলের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিকেএমইএ-ভুক্ত ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে সরকারের সাথে দর কষাকষিসহ সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

এই নির্বাচনের মাধ্যমে বিকেএমইএ’র নতুন নেতৃত্ব আগামী দুই বছর (২০২৫-২০২৭) নিটওয়্যার শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, বরং দীর্ঘ নীরবতার পর বিকেএমইএ অঙ্গনে এক নতুন সুর ও আশার সঞ্চার করেছে বলে মনে করছে ব্যবসায়ীরা।

আরও খবর

Sponsered content

আরও খবর: অর্থনীতি

৭ মে পর্যন্ত প্রবাসীরা মোট ২৫ হাজার ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এম সোলায়মানসহ ১৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বিকেএমইএ’র নির্বাচনে, নিরঙ্কুশ জয় পেয়েছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চুক্তি করেছেন সেতু কর্তৃপক্ষ

এসি কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক মিঠুন দত্তের হাতে তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান