সারাদেশ

ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ৮:২৫:৩৬ প্রিন্ট সংস্করণ

ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় প্যাকেজ-৮ ভারত থেকে এ চাল কেনা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এরই মধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

আরও খবর

Sponsered content