প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ৭:২৮:৪৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
মধুখালী রূপগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসী,পূর্বাচল হাইওয়ে ছিনতাই চক্রের বহু সদস্য রাতে রুপগঞ্জ পুলিশ হাউজিং এলাকার পূর্ব পাশে বিরাট এক আস্তানা গড়ে তুলছে সন্ত্রাসী বাহিনী।
এলাকাবাসী সহ পথচারীরা প্রায় এখানে তাদের স্বীকার হয়ে সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়। তারা এখানে এসে ভাগাভাগি ও নেশা আসক্ত মাতাল হওয়ার আস্তানার রঙ্গ মঞ্চের এক রাজ্যের সৃষ্টি করে।
গোপন সুত্রে জানা যায়, রাত ৯টাকার পর থেকে এখানে এক বহুরূপী মহলের আনাগুনা দেখা যায়,গভীর রাত পর্যন্ত..। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,এখানে আশেপাশে বাড়িঘর না থাকায়, জায়গাটা নিস্তব্ধতায় নির্জন ভূতুরে পরিবেশ মতো অপরাধীরা সব সময় করে রাখে । সেই সুবাদে এখানে রাস্তায় ছাড়া আর কোন কিছুর দেখা পাওয়া কঠিন,গত অনেক দিন যাবৎ, গভীর রাতে কিছু সঙ্গ বদ্ধ দলকে এখানে প্রায় উচ্চবাচ্য,ভয়ংকর আলোচনার মতো করতে প্রায় দূর থেকে শোনা যায় ।
কিছুক্ষণ পর পর মোটরসাইকেল,গাড়ি অনেক দূরে রেখে পায়ে হেটে লোকজনের আসা-যাওয়া চোখে পড়ে । নিরীহ এলাকাবাসী অনেক সময় রাতে ঘরে ফিরার সময় তাদের সামনে পড়ে গেলে,তাদের হাতে টাকা লুটপাট,হুমকি দমকি ও লাঞ্ছনার শিকারও হয়। আশেপাশে ঘন বসতি কম থাকায়, মানুষের বাড়ির লোহার গেট, জানালা দরজা,রড ইত্যাদি মূল্যবান সম্পদ নিয়ে যায়..। এলাকা বাসী দেখেও,বুঝেও, তাদের ভয়ে কিছু বলার সাহসটুকুও পায় না বলে জানিয়েছেন..। তারা তাদের আচার আচরণের কথাবার্তায়, মাফিয়া গিরির চিত্র সব সময় দেখতে পায়..। তারা হিংস পশুর চেয়ে ভয়ংকর অবস্থায় কথাবার্তা আচার আচরণে তাদের মধ্যে দেখা যায়..। এই চক্র গুলি পুলিশ হাউজিং এর পূর্ব পাশে নির্জন জায়গায় গুলিতেই বেশি আনাগোনা দেখা যায়,প্রায় সময়..!
এলাকাবাসী পথচারী এই আস্তানা গুলি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে দেওয়া জন্য অনুরোধ জানায়..।এখানে এই মাফিয়া আস্তানায় মানুষ বাড়িঘর নির্মান করতেও পারচ্ছে না, তাদের অত্যাচারের প্রতিবাদ করার সাহস টুকু মানুষ হারিয়ে ফেলছে..!
অচিরেই এই ভয়ংকর অপরাধীদের, আইনের আওতায় আনার ভুক্তভোগী সকলের জোর দাবি পুলিশ প্রশাসনের কাছে।