খেলাধুলা

রংপুরকে কাঁদিয়ে ফাইনালে বরিশাল

  প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:০২:৪৬ প্রিন্ট সংস্করণ

প্রতিশোধটা ভালোভাবেই নিল তামিমের ফরচুন বরিশাল। বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবের রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল তারা। 

এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম। আগে ব্যাটিং করে ১৫০ রানের টার্গেট ছুড়ে দেয় রংপুর। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় বরিশাল। 

বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কিছুটা একপেশে ম্যাচই খেলেছে বরিশাল। রানতাড়া করতে নেমে বিপিএলে প্রথমবার নন-স্ট্রাইকে ছিলেন তামিম। কারণটা যে ফজল হক ফারুকী তা সবারই জানা। তবে এড়িয়ে গিয়ে লাভ হয়নি। তামিম আউট হয়েছেন ১০ রান করে। আবু হায়দার রনির বলে মোহাম্মদ নবীকে ক্যাচ দিয়েছেন তিনি। 

একই ওভারে কাঁটা পড়েছেন মেহেদি হাসান মিরাজও। এক বলের বিরতিতে এলবিডব্লিউতে আউট তিনি। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিম এবং সৌম্য সরকার খেললেন ৪৭ রানের জুটি। রংপুরের কাছ থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে তখনই। সাবধানী ইনিংস খেলে বরিশালকে নিয়ে গিয়েছেন লক্ষ্যের আরও কাছে। 

আরও খবর

Sponsered content