প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪১:৩২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ২০টি ঘরে ভাংচুর করে দরজা-জানালা, ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে সকাল অব্দি চলে এ লুটপাটের ঘটনা। পরে ২০ টি গৃহহীন অসহায় পরিবার প্রাণ নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল আলম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী, রূপগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প ক্যাপ্টেন জিহান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে ৩০/৪০ জন সন্ত্রাসী মিলে মুড়াপাড়া দড়িকান্দি এলাকার আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘরে হামলা করে। পরে বাঁধা দিলে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ঘরের দরজা-জানালা, ঘরের ভেতরের টিভি, ফ্রিজ, ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
একাধিক ব্যক্তি প্রশ্ন তোলে বলেন, প্রশাসনিক কার্যালয় এবং থানা কার্যালয় থেকে ঘটনাস্থলের দুরত্ব সর্বোচ্চ ৫ মিনিটের পথ। ঘটনা শুরু হয় ভোররাতে আর পুলিশ-প্রশাসন আসে ১০/১২ ঘন্টা পর। তাৎক্ষণিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে আসলে এমন ঘটনা ঘটতো না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে। তবে দেশকে অস্থিতিশীল করার জন্য কোন কুচক্রী মহল এমন কাজ করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে।
ঘটনাস্থলে আসতে ১০/১১ ঘন্টা সময় লাগার কারন জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, আমরা খবর পেয়েছি পরে। তবে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘরে হামলার ঘটনার খবর জেনেছি। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।