প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪ , ১২:২৯:৫১ প্রিন্ট সংস্করণ
আকবর জুয়েল, লালমোহন, ভোলা:
ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেন। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনী, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন,লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা, মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই মাঠে বিজয় মেলায় হা- মীম রেসি. স্কুল এন্ড কলেজ সহ আরো ৯টি স্টল অংশ নেয়।
লালমোহন উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ এর সভাপতিত্বে শিল্পকলা, নান্দিকার ও হা-মীম রেসি. স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।