অপরাধ

লালমোহনে রাতের আঁধারে পথ রোধ করে মারপিট ছিনতাইয়ের অভিযোগ

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৪ , ৩:৫৬:২০ প্রিন্ট সংস্করণ

0Shares

লালমোহন ভোলা প্রতিনিধিঃ

লালমোহনে রাতের আঁধারে পথ রোধ করে মারপিট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে ৫ নং ওয়ার্ড পাঙ্গাসিয়া গ্রামে গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় এ ঘটনা ঘটে।
জানাযায়, পাঙ্গাসিয়া ৫ নং ওয়ার্ডের আ: জলিলের ছেলে মো.নুরইসলাম মুদি দোকান করে ইউসুফ চেয়ারম্যান বাড়ির উত্তর পাশে ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে গজারিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে একই এলাকার খলিল একসাথে বাজারে যাবে একটু কাজ আছে বলে পাঙ্গাসিয়া গ্রামের আ: হক মাওলানা বাড়ির সামনে গেলে পেছন থেকে জাকির নুর ইসলামের মুখ চেপে ধরে আর আলমগীর,হাছনাইন,বিল্লাল,রাসেল, খলিল আরো কয়েকজন মিলে এলোপাতাড়ি মারপিট শুরু করে এতে নুর ইসলামের মাথায় আঘাত করলে ডাকচিৎকার দিয়ে রাস্তায় অচেতন হয়ে পড়েন তিনি এ অবস্থায় তার সাথে থাকা নগদ টাকা গলার স্বর্ণের চেইন ও শ্বশুর বাড়ি থেকে দেওয়া স্বর্ণের আংটি হামলা কারিরা ছিনিয়ে নেয় বলে জানান নুর ইসলাম।পরে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো বলেন তাদের সাথে জাকির গংদের পূর্বের শত্রুতা রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত খলিল জানান, ঘটনার দিন রাতে আমি ও নুরইসলাম একসাথে ছিলাম পরে আমি ওকে রাস্তায় দাঁড় করিয়ে আমার এক আত্মীয় বাড়িতে গেলে পরে এসে দেখি নুরইসলাম রাস্তায় পরে আছে মাথা থেকে রক্ত বেরুচ্ছে পরে সে আমাকে বলে জাকির গংরা তাকে মারধর করে রেখে গেছে। এ অবস্থা দেখে লোকজন ও তার ভাইকে এনে তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করাই।
এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content