সারাদেশ

লালমোহন পৌরশহরে শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৫ , ৫:৩৫:৩৭ প্রিন্ট সংস্করণ

আকবর জুয়েল, লালমোহন (ভোলা) থেকে:
কনকনে শীতে কাঁপছে দেশের মানুষ। এই তীব্র শীতে চরম বিপাকে পড়েছেন গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষজন। অসহায় সেসব শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে রাতের আঁধারে কম্বল উপহার দিয়েছেন ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে নিজ হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেন তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, রাতের বেলায় বোঝা যায় কে প্রকৃত শীতার্ত মানুষ। যার জন্য প্রকৃত সেসব শীতার্তদের খুঁজে বের করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তীব্র শীতে তাদের কিছুটা হলেও স্বস্তি দিতে কম্বল বিতরণ করা হয়েছে। আশা করছি এ কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষজনের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।
ইউএনও’র উপহারের কম্বল পাওয়া কয়েকজন শীতার্ত ব্যক্তি জানান, গত কয়েকদিন ধরে অনেক শীত। এই কনকনে শীতের মধ্যে ইউএনও স্যারের কাছ থেকে কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এই কম্বল জড়িয়ে কিছুটা হলেও শীত থেকে রক্ষা পাওয়া যাবে।
০৮/০১/২৫

আরও খবর

Sponsered content