প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ২:১৮:৫৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।
এই মামলাটি দায়ের করেছেন নিহত সজল মিয়ার মা রুনা বেগম। সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সজল মিয়া (২০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে অবস্থান করছিলেন। সে সময় অভিযুক্তরা আন্দোলনকারীদের প্রতিহত করতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলিতে সজল মিয়ার পেটে গুলি লাগে এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মামলায় এক শ’ থেকে দেড় শ’ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকেও আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান এবং শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম জানান, সারা দেশে গ্যাজেট হওয়ার পর নিহত সজলের মা মামলাটি দায়ের করেছেন, যার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।