প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ৫:৩৮:০১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার খোলা রয়েছে দেশের সব স্কুল, কলেজ সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
আজ ২৪ মে,আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের টানা ছুটি কার্যকর হবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির ভারসাম্য আনতেই ১৭ মে এবং ২৪ মে -এই দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইতোমধ্যেই আলাদাভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে—আজ ব্যাংক এবং শেয়ার বাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে। ফলে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলো খোলা থাকবে এবং শেয়ারবাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন হবে।
এছাড়াও, আজ হাইকোর্ট বিভাগসহ দেশের সব নিম্ন আদালতেও নিয়মিত বিচারকাজ ও দাপ্তরিক কার্যক্রম চলবে।