জাতীয়

সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে পতাকা উত্তোলন কর্মসূচি পালনে আহ্বান সভাপতি ছাত্রশিবির

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ৫:৫৮:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ছাত্রশিবির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ (৯ এপ্রিল) “Solidarity With Palestine” কর্মসূচি পালিত হচ্ছে।

আজ দুপুর ১২টায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি সারাদেশে ছাত্রসমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশের আহ্বান জানান।

এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সংহতি প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content