অপরাধ

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির জবাইকৃত লাশ উদ্ধার

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ৯:২৮:৩০ প্রিন্ট সংস্করণ

আমির হোসেন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ:

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির জবাইকৃত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাসিক ৯ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার ২১ নভেম্বর ভোরে স্থানীয়রা সড়কের পাশে কাত হয়ে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে।
বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করলে সকাল সোয়া ৯টায় পুলিশ ঘটনাস্থলে আসে।
এদিকে স্থানিয়রা মনে করছে নিহত ব্যাক্তির লাশটি কোন ইজিবাইক চালকের হতে পারে। রাতের কোন এক সময় হয়তো ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করে রাখতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। নিহত ব্যাক্তির পকেটে তার ব্যাবহৃত মোবাইল পাওয়া গেছে। লাশ উদ্ধারের খবর শুনে স্থানীয় অনেক ইজিবাইকের চালকরাও ঘটনাস্থলে আসে।

এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মঞ্জুরুল জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে আসে। লাশের সুরতহাল প্রস্তুত করছে বিস্তারিত পরে জানাবে বলে জানান ।

আরও খবর

Sponsered content

আরও খবর: অপরাধ

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন সামগ্রী আটক করেছে…বিজিবি

কথিত  সাংবাদিক রিয়াজ শশুর বাড়ির টাকা আত্মসাৎ করে হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগীদের অভিযোগ উঠেছে 

খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা

রূপগঞ্জে বয়োবৃদ্ধর চিকিৎসার ব্যয় বহন নিয়ে হাসপাতালে দু সংসারের লোকজনের মারামারি, সত্য গোপন রেখে সাংবাদিক রিয়াজের মিথ্যাচার

বিকৃত যৌনচার,ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের